স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : আগামী ২৫ ডিসেম্বর থেকে রাজধানীর ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে শুরু হবে প্রান্তিক উৎসব ২০২৪। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। সোমবার ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রান্তিক ক্লাবের চেয়ারম্যান ডাক্তার প্রদীপ ভৌমিক। এক দশক ধরে ২৫ ডিসেম্বর প্রান্তিক উৎসব শুরু হয়। এই প্রান্তিক উৎসবের পরিধি দিন দিন বাড়ছে। এ বছর প্রান্তিক উৎসবের থিম হল “আমার ত্রিপুরা ড্রাগ মুক্ত ত্রিপুরা, আমার ত্রিপুরা সুস্থ ত্রিপুরা।”কারণ গত কয়েক বছর ধরে রাজ্যে নেশার সমস্যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলের এ নেশা নিয়ে অত্যন্ত চিন্তিত। এবং এর করিডোর হিসেবে তিনি নিশানা করলেন মায়ানমারকে। এতে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। জলাঞ্জলি দিচ্ছে তাদের পড়াশোনা। আগামী ২৫ ডিসেম্বর একটি পদযাত্রার আয়োজন করে সচেতন করা হবে ছেলেমেয়েদের। তারপর এদিন দুপুর ১২ টায় মূল অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক রতন চক্রবর্তী। সংস্কৃতি, শিল্প এবং স্বাস্থ্য সার্বিক ক্ষেত্রে গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে বলে জানান তিনি। আরো জানিয়েছেন, প্রান্তিক উৎসবের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠান করা হবে।