Sunday, January 26, 2025
বাড়িরাজ্যযুবতীর সাথে প্রতারণার করার অভিযোগ সুবিমল চাকমা নামে এক টি এস আর...

যুবতীর সাথে প্রতারণার করার অভিযোগ সুবিমল চাকমা নামে এক টি এস আর -এর বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ডিসেম্বর : অবিবাহিত পরিচয়ে যুবতীর সাথে প্রতারণার করার অভিযোগ সুবিমল চাকমা নামে এক টি এস আর -এর বিরুদ্ধে। ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ পুলিশ কনস্টেবল সুজিত চাকমার বিরুদ্ধে। কাঞ্চনপুর থানার পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট অভিযোগকারী যুবতী। অভিযোগ, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার এক পুলিশ কনস্টেবল সুজিত চাকমা ওরফের টুকু স্বঘোষিত সমাজপতি সেজে কাঞ্চনপুর থানায় বহু নারী নির্যাতনের মামলাকে প্রভাবিত করেন। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ দশদা এলাকার সেই চাকমা যুবতীর।

চাকমা যুবতী গত ১৩ নভেম্বর কাঞ্চনপুর থানায় এক লিখিত অভিযোগ করেন যে ১৩ ব্যাটেলিয়ানের এক টি এস আর, সুবিমল চাকমা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে তার সাথে দৈহিক সম্পর্ক করেছে। শুধু তাই নয় ১৩ ব্যাটেলিয়ানের নিকট ঊড়িছড়া গ্রামে একটি ঘর ভাড়া করে উক্ত যুবতীকে সাথে নিয়ে বসবাস করতে শুরু করে। পরবর্তী সময়ে যুবতী জানতে পারেন সুবিমল চাকমা বিবাহিত। তখন তিনি সুবিমল  চাকমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু ওসি মামলা লিপিবদ্ধ করেননি। সুজিত চাকমা স্বঘোষিত  সমাজপতি সেজে অভিযোগকারী যুবতীকে বারবার ফোনে হুমকি দেয় বলে অভিযোগ। পরে চাপের মুখে পড়ে পুলিশ মামলা লিপিবদ্ধ করতে বাধ্য হয়। যার নম্বর  ৮১/২০২৪ ধারা ৩১৮(২)/৬৯/১১৭(২)/৩(৫) বি এন এস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য