Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যদশ বছর পর জাল নোট মামলায় অভিযুক্ত ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড...

দশ বছর পর জাল নোট মামলায় অভিযুক্ত ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ডিসেম্বর : ১০ বছর পূর্বে জাল নোট মামলায় আটক হয়ে অবশেষ পাঁচ বছরের সাজা সহ আর্থিক জরিমান হলো অভিযুক্তের। জানা যায়, তার নাম হেলাল উদ্দিন। দুটি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার আর্থিক জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের জেল হাজতের নির্দেশ দেন ধর্মনগর সেশন কোর্টের বিচারক অংশুমান দেববর্মা। বুধবার সাত জন সাক্ষীর সাক্ষ্য দানের উপর হয় এই রায় ঘোষণা। জানা যায় ২০১৪ সালের ১ নভেম্বর সন্ধ্যা ছয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের উত্তর পদ্মবিলের বাসিন্দা হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি ধর্মনগর শহরের ক্ষিতীশ চন্দ্র দেবনাথের মুদি দোকানে কিছু সামগ্রী ক্রয় করতে আসে।

তখন হেলাল দোকান মালিককে পাঁচশো টাকার একটি নোট দিলে নোটটি দেখে দোকান মালিকের সন্দেহ হয়। প্রাথমিক ভাবে বোঝা যায় এটি জাল নোট। পরে আশপাশের মানুষ ঘটনাস্থলে এসে ধর্মনগর থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে অভিযুক্ত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ছয়টি পাঁচশো টাকার জাল নোট অর্থাৎ তিন হাজার টাকা উদ্ধার হয়। এ মর্মে ধর্মনগর থানায় ১০৪ নম্বরের ভারতীয় দন্ডবিধির ৩৮৯ বি এবং ৩৮৯ সি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেন তদন্তকারী অফিসার নন্দদুলাল সাহা। এদিকে উদ্ধারকৃত তিন হাজার টাকা ফরেন্সিক সাইন্সের রিপোর্টে জাল প্রমাণিত হয়। সাথে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দক্ষিণ কদমতলার আলমাছ আলি নামের অন্য এক যুবককে আটক করলেও পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে তদন্তকারী অফিসার নন্দদুলাল সাহা অন্যত্র বদলি হলে মামলাটি হাতে নেন সাব ইন্সপেক্টর দেবজিত চ্যাটার্জি। পরবর্তীতে তিনি মামলাটির চার্জশিট ধর্মনগর জেলা ও দায়রা আদালতে জমা দেন।

এই মামলাটির পরিচালনা করেন সরকারি আইনজীবী পার্থ পাল। অবশেষে দীর্ঘ দশ বছর ধরে মামলাটি চলার পর সাত জন সাক্ষীর সাক্ষ্য দানের উপর ভিত্তি করে বুধবার ধর্মনগর সেশন কোর্টের বিচারপতি অংশুমান দেববর্মা অভিযুক্ত হেলাল উদ্দিনকে ৩৮৯ বি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, সাথে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেলের সাজা ঘোষণা করেন। সাথে ৩৮৯ সি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, সাথে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল হাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। এ বিষয়ে বিস্তারিত জানান এই মামলার আইনজীবী পার্থ পাল। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য