Saturday, July 12, 2025
বাড়িরাজ্যটিটি -কে মারধরের ঘটনায় জড়িত তিন মহিলা গ্রেফতার

টিটি -কে মারধরের ঘটনায় জড়িত তিন মহিলা গ্রেফতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ডিসেম্বর : মনু রেলওয়ে স্টেশনে কলা ব্যবসায়ীদের দ্বারা আক্রান্ত টিটি অতুল কৌশিককে মারধরের ঘটনায় অভিযুক্ত তিন অভিযুক্তকে ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করে গ্রেফতার করেছে মনু জিআরপি পুলিশ। অভিযুক্তরা হলেন রুবিনা চাকমা, বয়স ২১, বাড়ি পেচারতল আধার ছড়া গ্রামে, রজনামুখী চাকমা, বয়স ৩০, বাড়ি লাল ছড়া এলাকায় এবং বিনা চাকমা, বয়স ৩৫, বাড়ি পেচারথল যুবলীছড়া গ্রামে। বুধবার ছৈলেংটা জুডিশিয়াল কোর্টে তোলা হয় বলে জানা যায়।

 তারা গত কয়েক মাস আগে তারা রেল দিয়ে মনু রেলস্টেশন থেকে আগরতলায় বেআইনিভাবে কলা নিয়ে আসার সময় টিটি তাদের জিজ্ঞাসাবাদ করেছিল কেন এভাবে পণ্য বহন করা হচ্ছে যাত্রীবাহী রেল দিয়ে। তখন তারা জানায়, প্রতিদিন এভাবে যাত্রীবাহী রেল দিয়ে পণ্য পরিবহন করে। তখন টিটি তাদের ৩০০০ টাকা জরিমানা করে। তারপর তিনি অভিযুক্ত সহ আরো কয়েকজন টিটিকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয় টিটি। তাকে সাথে সাথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তারপর জিআরপি -তে একটি মামলার রুজু করেন আক্রান্ত টিটি। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনি অভিযুক্তকে গ্রেফতার করে সাফল্য পায়। কিন্তু আরো কয়েকজন অভিযুক্ত জড়িত। পুলিশ ভিডিও ফুটেজ দেখে তিনজন অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় কিনা এখন সেটাই দেখার বিষয়। স্থানীয়রা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য