স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : সোমবার সকাল দশটা নাগাদ খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনিতে এক দুর্ঘটনার পর স্থানীয়রা খোয়াই- মোহনপুর- আগরতলা ১০৮ নং জাতীয় সড়ক অবরোধে শামিল হয়। এলাকাবাসীর অভিযোগ অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে অতিমাত্রায় যান দুর্ঘটনা ঘটছে। পুলিশ এবং ট্রাফিক পুলিশের কোন ধরনের ব্যবস্থাপনার না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিদিন। আরো জানায়, ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময় আগরতলা থেকে ফটিকরায় যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস আটকে পড়েন। তারপর মন্ত্রী গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সাথে কথা বলতে বাধ্য হয়। এলাকাবাসী মন্ত্রীর কাছে দাবি করেন রাস্তায় যাতে ট্রাফিকের ব্যবস্থা করা হয় এবং স্পিড ব্যাকার করা হয়।
তারপর মন্ত্রী এলাকাবাসীকে আশ্বস্ত করেন অবিলম্বে তাদের দাবি অনুযায়ী পুলিশ ও ট্রাফিক প্রশাসনের
পক্ষ থেকে এলাকায় দুর্ঘটনার রুখতে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। এদিকে মন্ত্রী সুধাংশু দাস জানান, এলাকাবাসীর অভিযোগ তিনি শুনেছেন। এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা ও স্পীড ব্যাকারের দাবি করেছে এলাকাবাসী। দ্রুত বিষয়টি জেলা শাসক এবং এসপি -র সাথে কথা বলে সমস্যার সমাধান করবে বলে জানান তিনি। তারপর স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে। এখন দেখার মন্ত্রীর আশ্বাসের পর এলাকাবাসীর দাবি অনুযায়ী সমস্যা কতটা সমাধান হয়।