Friday, January 24, 2025
বাড়িরাজ্যবাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল

বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর :   ১৯৭১ সালে পাক অধিকৃত বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে ভারতের সৈনিকরা গিয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করেছিলেন। এবং ভারতের অসংখ্য সৈনিক শহীদ হয়েছিলেন। এই যুদ্ধ চলে দীর্ঘ ১৩ দিন। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। আত্মপ্রকাশ ঘটে স্বাধীন বাংলাদেশের। যারা যুদ্ধে আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করার দিন ১৬ ডিসেম্বর। তাই সোমবার রাজধানীর লিচু বাগান স্থিত অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ মিনারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

রাজ্যপাল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে এদিন শহীদ বেদীতে শ্রদ্ধা জানান রাজ্যপালের পাশাপাশি ভারতীয় সেনা জওয়ানরা। রাজ্যপাল পরবর্তী সময় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে জানান, ভারতীয় জওয়ানরা শক্তি দেখিয়ে ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ দিয়েছে। এদিন নয় শতাধিক পাকিস্তানের সেনা আত্মা সমর্পণ করে পরাজয় স্বীকার করেছিলেন। বিশ্বের মধ্যে এত বড় আত্মসমর্পণ কোন দেশে হয়নি।

 এর জন্য প্রশংসা দাবি রাখে ভারতীয় সেনারা বলে জানান রাজ্যপাল। যারা শহীদ হয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানান রাজ্যপাল। পরবর্তী সময়ে রাজ্যপাল একটি বাইসাইকেল রেলির সূচনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য