Thursday, January 23, 2025
বাড়িরাজ্যপাঁচ দফা দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের গণ অবস্থানে

পাঁচ দফা দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের গণ অবস্থানে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : রেগা ও টুয়েপ প্রকল্পে বছরের ২০০ দিনের কাজ এবং দৈনিক মজুরি ছয় শতাধিক টাকা করা সহ পাঁচ দফা দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে সোমবার এক গণ অবস্থানে আয়োজন করা হয়। গণ অবস্থানে নেতৃত্ব দেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য যে অর্থ দেওয়া হয় তা অত্যন্ত কম।

এই টাকা দিয়ে ঘর নির্মাণ করা যায় না। তাই দাবি করা হচ্ছে সরকার যাতে ঘর নির্মাণের জন্য পাঁচ লক্ষাধিক টাকা বেনিফিশিয়ারিদের দেয়। দলিত ও নারীদের উপর যে নির্যাতন গোটা দেশে এবং রাজ্যে চলছে সেটা বন্ধ করারও দাবি করা হচ্ছে সরকারের উদ্দেশ্যে। একই সাথে এই ঘটনাগুলির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। অপরদিকে অন্যতম দাবি হলো দেশের কুড়ি কোটি মানুষ ক্ষেতমজুর। তাদের জন্য সুসংগত একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন করতে হবে। এছাড়া পঞ্চম দাবিটি হলো গত আগস্ট মাসের বন্যায় রাজ্যের যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ডাবল ইঞ্জিন সরকারের প্যাকেজ ঘোষণা করতে হবে এবং সরকার বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য