স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : উন্নয়নের ছিঁটেফোঁটাও লাগেনি আগরতলা পুর নিগমের ১২ নং ওয়ার্ডের রাধামাধব ক্লাব সংলগ্ন এলাকায়। এলাকার কাউন্সিলর সান্তনা সাহার উন্নয়নের প্রতিশ্রুতি শুধুমাত্র মুখে মুখে। বাস্তবে কোন কিছুই পরিলক্ষিত করতে পারল না এলাকার মানুষ। রাস্তাঘাট ভেঙে চৌচির, ড্রেন সংস্কারের অভাবে ভুগছে এবং এলাকায় বিভিন্ন স্থানে আবর্জনা স্তূপ। যা দেখে উন্নয়নের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করছে এলাকার মানুষ। এলাকার এক প্রবীণ ব্যক্তি জানান, নির্বাচনের আগে রাস্তা সংস্কার হবে, ড্রেন নির্মাণ হবে এবং বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে বলে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু সান্তনা সাহার প্রতিশ্রুতি সান্তনাই রয়ে গেছে।
তিনি এলাকার নয় বলে এলাকাবাসীর দুঃখ কষ্ট বুঝে না। মানুষ বহু আশা নিয়ে সান্তনা সাহাকে ভোট দিয়ে জয় যুক্ত করেছিলেন। বাস্তবে উন্নয়নের ছোঁয়া পর্যন্ত লাগে নি এলাকায়। বহুবার উনার কাছে দাবি জানানো হলেও তিনি সম্পূর্ণ উদাসীনতার ভূমিকা পালন করে চলেছেন। এবং সবকিছুই হাসিমুখে উড়িয়ে দিচ্ছেন তিনি। এলাকায় যাতায়াত করেন কিন্তু সমস্যা নিরসনে কার্যকরী ভূমিকা গ্রহণ করছে না। যার ফলে প্রতিদিন নাগরিক পরিষেবা পুরোপুরিভাবে ব্যাহত হচ্ছে এলাকায়। রাস্তার কারণে যেমন দুর্ঘটনা ঘটছে তেমনি ড্রেনের কারণে এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে। গোটা এলাকার দুর্গন্ধময় বলেও অভিযোগ রয়েছে। সান্তনা সাহাকে জয়ী করে এ ধরনের দিনযাপন করতে হবে সেটা ভাবতেও পারিনি এলাকাবাসী। এমনটাই অভিযোগ গোটা এলাকায়। তবে প্রশ্ন হলো রাস্তাঘাট নির্মাণ করা, ড্রেন সংস্কার করা এবং পানীয় জলের সমস্যা নিরসনের জন্য যে টাকা নিগম থেকে বরাদ্দ করা হয় সেই টাকার উন্নয়নের ছোঁয়া লাগে নি কেন এলাকায়?