স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করার অভিযোগে চাঞ্চল্য। শান্তির বাজার থানার পুলিশ পাঁচজন যুবককে গ্রেফতার করেছে। ঘটনার বিবরনে জানা যায়, শনিবার শান্তিরবাজার থানায় এক নাবালিকার পরিবারের পক্ষ থেকে ৫ জন যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করা হয়। পাঁচজনের মধ্যে একজন যুবক নাবালিকার বাড়ী থেকে নাবালিকাকে অপহরন করে পাইখোলার মহোনদাইরা এলাকায় একটি রাবার বাগানে নিয়ে যায়।
সেখানে ৫ যুবক মিলে সারা রাতব্যাপী নাবালিকাকে পাশবিক লালসার শিকার করে বলে অভিযোগ। রবিবার নাবালিকা বাড়ীতে ফিরে এসে গোটা ঘটনা তার পরিবারের লোকজনদের জানায়। এই গনধর্ষনের বিরুদ্ধে ৫ জন যুবকের বিরুদ্ধে শান্তি বাজার থানাধীন মনপাথর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের লোকজন। অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা।
অভিযোগ দায়ের করার কিছু সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত ৫ যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। রবিবার সমস্ত আইনি পক্রিয়া সেরে ৫ জন অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়। মামলায় অভিযুক্তরা হলো শক্তিরায় রিয়াং (১৮), নিবাস ত্রিপুরা (১৯), সুভাষ রিয়াং (১৯), লক্ষীধন ত্রিপুরা (১৮), জীবন ত্রিপুরা (২১) বলে জানান শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা।