স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : মানবিকতার পরিচয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উদয়পুর থেকে আগরতলা ফিরছিলেন সড়ক পথে। সেই সময় বিশালগড় রাস্তার মাথা বন্ধন ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় একই প্রাইভেট গাড়ি ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হয় বাইক চালক।
সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দ্রুত গাড়ি থেকে নেমে আহত স্কুটি চালককে সাহায্য করতে এগিয়ে যান। নিজের কনভয়ের গাড়িতে করে আহত স্কুটি চালককে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সবটাই তিনি নিজে ঘটনাস্থলে দাড়িয়ে থেকে ব্যবস্থা করেন। যথারীতি আহত স্কুটি চালককে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগড় থানার পুলিশ কর্মীরা। মহকুমা পুলিশ আধিকারিক জানান একটি প্রাইভেট গাড়ি ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে।
এতে স্কুটি চালক আহত হয়েছে। আহত স্কুটি চালককে মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়িতে করে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। পুলিশ প্রাইভেট গাড়ির চালককে আটক করেছে। স্কুটি ও বাইকের মধ্যে সংঘর্ষের ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটে। পুলিশের হস্তক্ষেপে দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়। তবে মুখ্যমন্ত্রী এইদিন দুর্ঘটনাস্থলে দাড়িয়ে গাড়ি থেকে নেমে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে মানবিকতার নজির গড়লেন।