স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে বন্য হাতির আক্রমণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। আতঙ্কে দিন কাটাতে হচ্ছে মানুষের। শনিবার রাতে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বন্যহাতি তাণ্ডব লীলা সংগঠিত করে। একের পর এক কৃষকের সব্জি ক্ষেত থেকে শুরু করে বাড়ি ঘরে আক্রমণ চালায়।
স্থানীয়দের বক্তব্য, প্রশাসন থেকে একাধিকবার এই সমস্যার সমাধানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না। একই এলাকার জনৈক মিন্টু ভৌমিকের দু-দুটি গবাদি পশু প্রায় বছরখানেক আগে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যু মুখে পতিত হওয়ার পর এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে বন দপ্তরের কর্তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন। তবে ক্ষতিগ্রস্ত মিন্টু বাবুর দাবি হচ্ছে, প্রায় এক বছর হতে চললেও শুধু আশ্বাস মিলেছে, ক্ষতিপূরণ এখনো পান’নি। অবিলম্বে সরকারি সহযোগিতা সহ হাতির সমস্যা নিরসনের দাবি জানানো হচ্ছে বলে জানান তারা।