স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : আগামী ৪ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত রাজধানীর জয়নগর স্থিত নব দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ডঃ বি আর আম্বেদকর স্কুল ময়দানে শিশু উৎসবের আয়োজন করবে।
৪ জানুয়ারি এক শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন, নৃত্য, আবৃত্তি, বাদ্যযন্ত্র, যোগাসন সহ ইত্যাদি। রবিবার নব দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। তিনি আরো জানিয়েছেন, বিভিন্ন প্রতিযোগিতায় ১৪ বছর পর্যন্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে। আবেদন পত্র সংগ্রহ ও জমা নেওয়ার স্থান নব দিগন্ত সামাজিক সংস্থার কার্যালয়ে।