স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : রবিবার এসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরার পক্ষ থেকে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব ডা. সন্দীপ আর রাঠোর, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্যরা।
রাজ্যপাল রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, রক্তদানের বিকল্প নেই। বিজ্ঞানীরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারল রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। রক্তদানের চেয়ে বড় কোন সামাজিক দায়বদ্ধতাও হয় না। যারা রক্তদান করতে এখনো এগিয়ে আসেনি তাদের রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। তিনি আরো বলেন, রক্তদান করতে চেয়েও অনেকে বিভ্রান্ত হয়ে আছে। কিন্তু রক্তদান করলে শুধু রক্ত গ্রহিতার উপকার হয় না, যারা রক্ত দান করে তাদেরও উপকার হয়। কারণ রক্তদান করলে রক্ত পরীক্ষার সময় রক্তদাতা শরীরে কোন রোগ রয়েছে কিনা সেটাও নির্ণয় করে বলে জানান রাজ্যপাল। পরে রক্তদান শিবিরটি ঘুরে দেখেন তিনি। রক্তদাতাদের সাথেও কথা বলে উৎসাহিত করেন।