Saturday, January 25, 2025
বাড়িরাজ্যত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রণব সরকার। তিনি আয়োজিত সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন সব সময় সাংবাদিকদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে। সাংবাদিকদের পাশে থেকে সহযোগিতাও করে। রাজ্যে পরপর দুজন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও সান্তনু ভৌমিক খুন হওয়ার ঘটনার বিচারের জন্য গত কয়েক দিন আগেও আবার দিল্লি প্রেস কাউন্সিলে গিয়ে মামলা করা হয়েছে।

যাতে রাজ্যে দুই সাংবাদিক খুন হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং রাজ্যের সাংবাদিকরা ও প্রয়াত সাংবাদিকের পরিবার বিচার পায়। এমনটাই জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন সংগঠনকে মজবুত করতে অনেক লড়াই করেছে। কিন্তু কিছু মতানৈকের কারণে কিছু কিছু সাংবাদিকের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। কিন্তু সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি হলেও সাংগঠনিক দিক দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তাহলেই সংগঠন মজবুত থাকবে। আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক আরো বলেন, মহকুমা সাংবাদিকদের মধ্যে কিছু সমস্যা রয়েছে। তাদের সমস্যার সমাধান করার জন্য যদি কোন সহযোগিতার প্রয়োজন হয় তা করতে প্রস্তুত সংগঠন। কিন্তু তারপরও সাংগঠনিক ভাবে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের গুরুত্ব আরো বাড়াতে হবে বলে জানান তিনি। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অন্যান্য বরিষ্ঠ সাংবাদিক ও সংবাদ কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য