স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের সহায়তায় শনিবার রাজধানীর কলেজটিলা মৎস্য দপ্তরের কার্যালয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো রাজ্যে মৎস্য খাতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে সমস্ত মৎস্য চাষী রয়েছেন তাদেরকে আর্থিক ভাবে সহায়তা করা।
পাশাপাশি অত্যাধুনিক ও বিজ্ঞান সম্মত উপায়ে মাছ চাষ করার জন্য তাদের অনুপ্রানীত করা। এই প্রসঙ্গে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড’র সিনিয়র এক্সিকিউটিভ এ কে বোরা বলেন, মাছ চাষে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সে লক্ষ্যে কাজ করবে দপ্তর।