স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : বিকাশ ত্রিপুরায় উন্নয়ন শুধু মুখে মুখে! তিন বছর ধরে বিদ্যালয়ের কক্ষ সংস্কারের অভাবে পড়ে আছে। যার কারণে ছাত্র ছাত্রীরা মাটিতে বসে মিড ডে মিলের খাবার খাচ্ছে। কিন্তু শিক্ষা দপ্তরের কোনো হেলদোল নেই। এনিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে ছাত্র ছাত্রী সহ অভিভাবকদের মধ্যে। ঘটনা কৈলাসহরের কুবঝার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে। কৈলাসহরের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কুবঝার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১১৩ জন এবং আট জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ের একটি কক্ষে টিনের ছাউনি প্রায় তিন বছর পূর্বে বিধ্বংসী ঝড়ে নষ্ট হয়ে যায়।
পরবর্তী সময় রাতের অন্ধকারে কক্ষের দরজা ভেঙে ফেলে। প্রায় তিন বছর ধরে শ্রেণি কক্ষ ব্যবহার করা যাচ্ছে না। শ্রেণি কক্ষ সংস্কার করার জন্য স্কুলের পক্ষ থেকে কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে দপ্তরের আধিকারিকদের জানানো হলেও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভুমিকা নেওয়া হয়নি। অথচ বিদ্যালয়ের শ্রেণি কক্ষের অভাবে স্কুলের ছাত্র ছাত্রীরা প্রতিদিন মিড-ডে মিলের খাবার খাচ্ছে বারান্দায় বসে কিংবা মাটিতে বসে। এ ব্যাপারে স্কুলের শিক্ষক সন্দীপ দেবনাথ জানান, স্কুলের শ্রেণি কক্ষের সংস্কার করার জন্য দপ্তরের আধিকারিকদের জানানোর পর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের নজরে নেওয়ার জন্য। এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত শ্রেণি কক্ষের সংস্কার করার জন্য তাদের একশন প্ল্যানে উঠাবে এবং পরবর্তী সময়ে পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কার করে দেওয়া হবে। দপ্তরের নির্দেশ অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ স্থানীয় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতকে অনেক আগেই জানিয়েছেন বলেও জানান। সাম্প্রতিক কালে কৈলাসহরের গৌরনগর ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্কুলটি পরিদর্শন করেছেন বলেও শিক্ষক সন্দীপ দেবনাথ জানান।
এখন দেখার বিষয় কবে নাগাদ শ্রেণি কক্ষের সংস্কার হয়। যে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন জায়গায় বসে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাবার খাচ্ছে তা দেখে যেকোনো কারোর চোখ কপালে উঠবে। অসুস্থ হয়ে পড়বে ছাত্রছাত্রীরা। সুতরাং সকলের পক্ষ থেকে দাবি উঠছে উন্নয়ন শুধু সাইনবোর্ডে নয়, উন্নয়ন বাস্তবে হওয়া প্রয়োজন।