স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : প্রদেশ কংগ্রেসের সেবা দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ, সেবা দলের কনভেনার নিত্যগোপাল রুদ্র পাল সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে আলোচনা করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, দেশ বর্তমানে মহা সঙ্কটে। বিজেপি ধর্মের নামে দেশের মধ্যে বিভাজনের রাজনীতি শুরু করেছে।
তার ক্ষতিকারক প্রভাব দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও পড়তে শুরু করেছে। তিনি আরো বলেন, বিজেপি ইতিহাসকে পর্যন্ত বিকৃত করতে চাইছে। এবং নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে। এর বিরোধিতা করে কংগ্রেস। কংগ্রেস মানেই সেবা, কংগ্রেস মানেই গরিব দুস্থদের পাশে দাঁড়ানো। সেই দিশা সামনে রেখে প্রদেশ কংগ্রেস কাজ করে চলেছে। আরো বলেন, সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সংসদ রাহুল গান্ধী বিভিন্ন সময় সংবিধানের বই নিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তোপ দাগেন। কারণ এস সি, ওবিসি এবং এসটি-দের ক্ষমতা কেড়ে নিতে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। কিন্তু ভারতবর্ষের মানুষ জানে বিজেপির হাতে ক্ষমতা আসলে বা ৩৭০ টি আসন পার করতে পারলে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে। তাই গত লোকসভা নির্বাচনে তাদের ৩৭০ আসনে জয়ী হতে দেয়নি জনগণ। কিন্তু নির্বাচনের আগে তারা দাবি করেছিল চার শতাধিক আসন পেয়ে যাবে বিজেপি।
কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পর জনগণের রায় সামনে উঠে আসে। জনগণ বিজেপিকে দেশের সংবিধান পরিবর্তনের সুযোগ দেয় নি। আরো বলেন, বিজেপি এস সি, এস টি এবং ওবিসিদের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে বিজেপি আউটসোর্সিং -এর পন্থা বেছে নিয়েছে। কারণ আউটসোর্সিং এর ক্ষেত্রে সংরক্ষণ মেনে নিয়োগ করতে হয় না। এর তীব্র বিরোধিতা করে কংগ্রেস। বিগত দিনের মতো আগামী দিনও কংগ্রেস ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এবং মানুষের স্বার্থে লড়াই জারি রাখতে হবে বলে জানান তিনি।