স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : রাজধানীর প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তীকে সামনে রেখে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর দেববর্মা জানান বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে বর্ষ ব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে এই বর্ষ ব্যাপী কর্মসূচি শুরু করা হয়। এই সময়ের মধ্যে নানান কর্মসূচি পালন করা হয়েছে। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা। একিদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভা যাত্রা সংগঠিত করা হবে। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। তারপর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ এলাকার লোকজনদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করেন তিনি।