স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : ন্যাশনাল এনার্জি কনজারভেশন দিবস উপলক্ষ্যে শনিবার অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে রাজধানীর বনমালিপুরস্থিত বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হয় এই অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতায় ক্ষুদে অঙ্কন শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার।
তিনি জানান ন্যাশনাল এনার্জি কনজারভেশন দিবস উপলক্ষ্যে এইদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছর ১৪ ডিসেম্বর এনার্জি কনজারভেশন দিবস পালন করা হয়। শিশুরা আগামিদিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্ম যেন এনার্জি কনজারভেশন-এর বিষয়টি উপলব্ধি করতে পারে তার জন্য তাদেরকে নিয়ে এইদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।