স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : পরিবারের একমাত্র উপার্জনকারী গৃহকর্তার মৃত্যুতে অচল হয়ে পড়ে গোটা পরিবার, মৃত ব্যক্তির স্ত্রীও দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে সাহায্যের দাবি করলেন এক অসহায় বৃদ্ধা মা। জানা যায়, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার পরেশ সরকার জটিল রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোররাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পাঁচজনের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল পরেশ। তার পরিবারের ছিল তার বৃদ্ধা মা ঝুলন সরকার সহ তার স্ত্রী এবং ছোট ছোট দুই কন্যা সন্তান। আচমকা পরিবারের উপার্জনকারী পরেশ সরকারের মৃত্যুতে গোটা পরিবারটি অসহায় হয়ে পড়ে। এদিকে পরেশ সরকারের মা ঝুলন সরকার ও বয়সের বার্ধক্য জনিত কারণে কোন কাজকর্ম করতে পারে না। পরেশ সরকারের স্ত্রীও দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে সে বিছানায় শয্যাশায়ী।
পরেশ সরকার ছাড়া তার পরিবারের অর্থ উপার্জন করার দ্বিতীয় আর কেউ নেই। তাই পরেশ সরকারের মা ঝুলন সরকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন পরেশ ছাড়া তার পরিবারের আর কেউ নেই অর্থ উপার্জন করার। তাই পরেশ সরকারের মৃত্যুর পর কিভাবে গোটা পরিবারের টিকে থাকবে এবং পরেশ সরকারের ছোট ছোট দুই কন্যা সন্তানের পড়াশোনার খরচ কিভাবে চালাবেন তা নিয়ে তিনি মানসিকভাবে আরও ভেঙ্গে পড়েন। তাই তিনি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় এই পরিবারটিকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।