Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যএস ইউ সি আই (সি) -র বিক্ষোভ শহরে

এস ইউ সি আই (সি) -র বিক্ষোভ শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : গত ৯ আগষ্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজে রাতে কর্তব্যরত মহিলা পি জি টি -কে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করার মতো বর্বরোচিত ঘটনায় সারা দেশ ও বিশ্ব তোলপাড়। কিন্তু ৯০-দিন পর কলকাতার শিয়ালহ আদালত আর জি কর কান্ডের প্রধান দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের জামিন মঞ্জুর করে। কারন সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ চার্জশিট জমা দিতে পারেনি।

এই ঘটনায় সারা দেশের মানুষ স্তম্ভিত ও হতবাক। এস ইউ সি আই (সি)-এর কেন্দ্রীয় কমিটি এর জন্য কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের সরকারের যোগসাজস রায়েছে বলে মন্তব্য করেন এবং বিচারের বিরম্বনাকে ধিক্কার জানিয়ে আর জি কর কান্ডের ন্যায় বিচারের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। সাথে সাথে ১৪-ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। তারই অঙ্গ হিসাবে আজ আগরতলার বটতলায় দলের উদ্যোগে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সভায় দাবি জানানো হয় আর জি কর মেডিকেল কলেজের পিজিটি ‘অভয়া’-কে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনার ন্যায়বিচার দিতে হবে, এই বর্বরোচিত ঘটনার ন্যায় বিচারে দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান এস ইউ সি আই (সি) -র রাজ্য সাংগঠনিক কমিটি সদস্য সুব্রত চক্রবর্তী এবং সম্পাদক অরুন ভৌমিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য