Sunday, January 26, 2025
বাড়িরাজ্যপ্রতিটি পরিবার আত্মনির্ভর না হলে দেশ ও রাজ্য আত্ম নির্ভর হবে না...

প্রতিটি পরিবার আত্মনির্ভর না হলে দেশ ও রাজ্য আত্ম নির্ভর হবে না : সান্তনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর :  দক্ষতা উন্নয়নের প্রচারের জন্য মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন ত্রিপুরা নামে এক প্রকল্পের উদ্বোধন হয় শনিবার। এদিন রাজধানীর ইন্দ্র নগর এলাকায় স্কিল ডেভেলপমেন্টের অধিকর্তার অফিসে মন্ত্রী সান্তনা চাকমা হাত ধরে এই প্রকল্প এবং এমএমডিইউপি -এর লোগো উন্মোচন হয়। এর সাথে সবুজ পতাকা নেড়ে দুটি কৌশল ভ্যানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রেখে মন্ত্রী বলেন, ৫০ কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ ৫ বছর। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভর করা। এবং এ প্রকল্প কিভাবে বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করবে সেই সম্পর্কে অলিগলিতে প্রচার করতে দুটি কৌশল ভ্যানেরও উদ্বোধন করা হয়েছে। যুবসমাজ এবং প্রতিটি পরিবার যদি আত্মনির্ভর হয় তাহলে দেশ এবং রাজ্য আত্ননির্ভর হবে। মন্ত্রী আরো বলেন, সরকারের এই উদ্যোগ গ্রহণ করার পেছনে মূলত উদ্দেশ্য হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য।

 তিনি আরো বলেন, রাজ্যের জাতি জনজাতির সব অংশে মানুষকে সমান চোখে দেখে সরকারকে উন্নয়ন করতে হবে। তাই কৌশল গুলি জাতি জনজাতি এলাকাগুলিতে ঘুরে মানুষকে এই প্রকল্পের সম্পর্কে অবগত করবে। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, দপ্তরের অতিকর্তা , দক্ষিণ জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য