Friday, April 25, 2025
বাড়িরাজ্যমন্ডল সভাপতির পদ নিয়ে ঝামেলা, প্রাননাশের হুমকির অভিযোগ

মন্ডল সভাপতির পদ নিয়ে ঝামেলা, প্রাননাশের হুমকির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : মণ্ডল সভাপতির পদ নিয়ে ঝামেলা প্রকাশ্যে আসছে। চলতি মাসের ১৫ থেকে ১৬ তারিখের মধ্যে মন্ডল সভাপতির তালিকা প্রকাশ করার কথা থাকলেও ক্রমশ জটিলতা বাড়ছে। এবার সরাসরি প্রাননাশের হুমকি চলছে বিভিন্ন মন্ডলে। থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছে মন্ডল এলাকার নেতারা। কিন্তু কোন টু শব্দ নেই প্রদেশ হাই কমান্ডের।

 এবার যে অভিযোগটি উঠেছে, তা হলো চড়িলামে। অভিযোগ বিজেপি চড়িলাম মণ্ডলের সভাপতির পদ দখলের জন্য এক বুথ সভাপতিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মণ্ডলের কোষাধ্যক্ষ সুমন দেবনাথের বিরুদ্ধে। চড়িলাম মণ্ডলের ৩৪ নং বুথের সভাপতি বুদিরাম দেববর্মা অভিযোগ করেন মণ্ডলের কোষাধ্যক্ষ সুমন দেবনাথ ও তরুণ দেববর্মা মণ্ডলের মিটিং-এর কথা বলে তাকে গাড়িতে তুলে নেয়। তার পর তারা ওনাকে প্রান নাশের হুমকি সহ বাড়ি ঘর রাবার বাগান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মণ্ডল সভাপতি হিসাবে সুমন দেবনাথের প্রস্তাবক হিসাবে সাক্ষর করিয়ে নেন বুদিরাম দেববর্মার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানায় সুমন দেবনাথ ও তরুণ দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেন বুদিরাম দেববর্মা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মন্ডল সভাপতি পদ নিয়ে জোট ঝামেলা ক্রমশ তীব্র আকার ধারণ করছে। দলের হাই কমান্ডের পক্ষ থেকে পুরনো মুখকে আর পছন্দ করছে না। কারণ যতদূর জানা যায়, প্রাক্তন মন্ডল সভাপতিরা পুনরায় চেয়ার পেতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু বরফ গলছে না তা স্পষ্ট। এ নিয়ে দলের সিনিয়র অবজারভারের সাথে মতানৈক্য শুরু হয়ে গেছে। কারণ দলের কিছু প্রভাবশালী নেতৃত্ব অবজারভারকে পর্যন্ত পরোয়া করছে না। দলীয় সূত্রের খবর ৩৫ বছরের ঊর্ধ্বে থাকা একনিষ্ঠা কর্মীদের মন্ডল সভাপতি জন্য বাছাই করতে চাইছে দল। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা যাচাই করার নির্দেশও রয়েছে দলীয়ভাবে। কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে মন্ডলে মন্ডলে ফাটল সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য