Thursday, January 23, 2025
বাড়িজাতীয়ফের অসুস্থ হয়ে পড়লেন লালকৃষ্ণ আডবাণী

ফের অসুস্থ হয়ে পড়লেন লালকৃষ্ণ আডবাণী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ ডিসেম্বরঃ ফের অসুস্থ হয়ে পড়লেন লালকৃষ্ণ আডবাণী। শনিবার সকালে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। জানা গিয়েছে, দিনদুয়েক আগে রুটিন চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে। তারপর শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। উল্লেখ্য, জুলাই মাসে এক সপ্তাহের মধ্যে দুবার হাসপাতালে হাসপাতালে ভর্তি ছিলেন আডবাণী।
জানা গিয়েছে, শনিবার দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান বিজেপি নেতাকে। সেখানে নিউরোলজি বিভাগের চিকিৎসক বিনীত সুরির তত্ত্বাবধানে রয়েছেন আডবাণী। তবে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। কিন্তু তাঁকে এখন পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত জুলাই মাসে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ নেতা। তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানে জেরিয়াট্রিকস বিভাগে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকরা প্রাথমিকভাবে বলতে পারেননি, প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর শরীরে ঠিক কী ধরণের সমস্যা ছিল। তবে পরের দিন তাঁর অবস্থার উন্নতি ঘটে। ৯৬ বছর বয়সি নেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু সপ্তাহ ঘুরতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। দিল্লির অ্যাপোলো হাসপাতালেই ভর্তি করতে হয় তাঁকে। হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ডঃ বিনীত সুরির চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ বিজেপি নেতা। নিউরোলজি বা স্নায়ু বিষয়ক বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। কিন্তু ঠিক কী ধরণের অসুস্থতায় ভুগছেন তিনি, সেই নিয়ে হাসপাতাল সূত্রে কিছুই জানানো হয়নি। ডিসেম্বরে ফের ওই হাসপাতালেই ভর্তি করা হল আডবাণীকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য