স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : কমলপুরের দুর্গা চৌমুহনী আর.ডি ব্লকের অধীন শ্বেতরাই এডিসি ভিলেজের রিয়াং বস্তিতে পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার দাবীতে জলের কলসী নিয়ে শুক্রবার সকালে এলাকার লোকজন সড়ক অবরোধে সামিল হয়। এইদিন এলাকার প্রমিলা বাহিনী কুমারঘাট-কমলপুর সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধের ফলে আটকে পড়ে বহু যান বাহন। দুর্ভোগ পোহাতে হয় সাধারন মানুষকে।
সড়ক অবরোধকারিদের বক্তব্য এলাকায় পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার সমস্যা রয়েছে। বর্ষার মরশুমে তারা ছড়ার জল পান করে দিন যাপন করে। বর্তমানে শুখা মরশুমে ছড়ায় জল নেই। ফলে জলের জন্য তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক অবরোধের খবর পেয়ে ফটিকরায় থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সড়ক অবরোধকারিদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হয়। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর থেকে দুর্গা চৌমুহনী ব্লকের বিডিও সহ বিদ্যুৎ নিগম দপ্তরের কর্মীরা। তারা সড়ক অবরোধকারিদের আশ্বাস দেয় সহসাই তাদের দাবী গুলি পূরণ করা হবে। এই আশ্বাস পেয়ে দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা পর সড়ক অবরোধমুক্ত করে দেয় এলাকার লোকজন।