স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত তিনটি দোকান। ঘটনা কাকড়াবন হাসপাতাল চৌমুহনী এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম স্বপন দেব, বিষ্ণু দেব ও দিলীপ কুমার দেব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, উদয়পুর কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনীতে ব্যবসা করে আসছিল দিলীপ কুমার দেব, স্বপন দেব, বিষ্ণুদেব সহ আলো কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ।
তারা কেউ মিষ্টির দোকান, কেউ সবজির দোকান আবার কেউ আছেন শুকনো মাছ ব্যবসায়ী। প্রতিদিন সকাল বেলা দোকান খুলে সারাদিন ব্যবসা-বাণিজ্য করে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বৃহস্পতিবার সারাদিন ব্যবসা করে রাতে বাড়িতে চলে যায়। রাত দেড়টার নাগাদ আশপাশের দোকানদার দেখতে পায় কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনীতে আগুন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান। শুক্রবার সকালে এসে অগ্নিকান্ডে দোকান পুড়ে যাওয়ার দৃশ্য পরিলক্ষিত করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।