Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যশিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিল ছাত্র-ছাত্রীরা

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিল ছাত্র-ছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর :  বিষয় কেন্দ্রিক শিক্ষিকা বদলির প্রতিবাদে শুক্রবার আবারও স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনের শামিল হলো নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। একই দাবিতে গত বুধবার ছাত্র ছাত্রীরা পঠনপাঠন বয়কট করে স্কুলে তালা ঝুলিয়ে ছিল। তখন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান আশুতোষ সাহা আশ্বাস দিয়েছিলেন তাদের সমস্যা সমাধানের বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলবে। কিন্তু গত দুই দিনে এস এম সি কমিটির চেয়ারম্যান শিক্ষা দপ্তরের আধিকারিক, স্থানীয় বিধায়ক ও শাসকদলের মন্ডল সভাপতির সাথে কথা বলেও সমস্যার সমাধান করতে পারেন নি। যে কারণে শুক্রবার সকাল থেকে আন্দোলন শুরু করে ছাত্র ছাত্রীরা। আন্দোলনরত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় বিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষিকা প্রবেশ করতে পারে নি। বি

দ্যালয়ের ছাত্ররা জানায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ইংরেজি বিষয় পড়ানোর জন্য একমাত্র শিক্ষক ছিলেন করুণা নোয়াতিয়া। কিন্তু এই শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। তারপর এ বিষয় নিয়ে আন্দোলনে নামলে তাদের বলা হয়েছে যে স্কুলে একজন গেজুয়েট টিচার দেওয়া হবে। কিন্তু ছাত্র-ছাত্রীরা মানতে নারাজ। ছাত্র-ছাত্রীদের দাবি, যেমন পোস্ট গেজুয়েট টিচার স্কুল থেকে বদলি করা হয়েছে, তেমনি পোস্ট গেজুয়েট টিচার দিতে হবে স্কুলে। কিন্তু গেজুয়েট টিচার দিয়ে তারা পড়াশোনা চালাতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়।

এদিকে বিদ্যালয়ের পরিচালন কমিটি পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় চার শতাধিক। শিক্ষক শিক্ষিকার প্রয়োজন ২০ জন। মাত্র ১৩ জন শিক্ষক-শিক্ষিকা দিয়ে বিদ্যালয়ের পঠন-পাঠন চলছে। গত কয়েকদিন ধরে এই সমস্যা চলার পর বিষয়টি জানানো হয়েছে এলাকার বিধায়ক, জেলা শিক্ষা আধিকারিক এবং অন্যান্যদের কাছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি বলে জানান তিনি। পরবর্তী সময় জেলা শিক্ষা আধিকারিক বিকাশ দেবনাথ বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান আশুতোষ সাহাকে আশ্বস্ত করেন যে ইংরেজি বিষয় শিক্ষক করুনা নোয়াতিয়ার পরিবর্তে আরেক জন ইংরেজি বিষয় কেন্দ্রিক শিক্ষক বিদ্যালয়ে দেওয়া হবে। জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে এই আশ্বাস পেয়ে ছাত্র ছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য