স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : আম জনতাকে চোখ রাঙাচ্ছে পেট্রোপণ্যের মূল্য।উৎসবের মরশুমে পেট্রোল ও ডিজেলের দাম ফের একবার বাড়ল। পেট্রোলের দাম দেশের সর্বত্র লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পূজার মরশুমের আগেই। রবিবারও আরো একবার দাম বাড়ল পেট্রোলের। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের মূল্যও। নতুন করে লিটার পিছু জ্বালানির দামে বৃদ্ধি হয়েছে এদিন ৬৬ পয়সা করে।
আর ডিজেল বেড়েছে ৩৬ পয়সা। দেশের প্রত্যেকটি বড় শহরেই পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যের প্রভাব পড়েছে। এতে উদ্বেগ বাড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের। রবিবার নিয়ে পরপর চার দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বাড়ল। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পেট্রোলের দাম বাড়ল ১৬ বার আর ডিজেলের দাম বৃদ্ধি হল ১৯ বার। রবিবার পেট্রোল লিটার প্রতি রাজধানীতে বিক্রি হয় ১০৬ টাকা ৬ পয়সা। অন্যদিকে এক্সট্রা প্রিমিয়ামের লিটার প্রতি মূল্য ছিল ১০৯ টাকা ৯৬ পয়সা। ডিজেলের লিটার প্রতি মূল্য ছিল ৯৮ টাকা ৫৭ পয়সা। এভাবে প্রত্যেকদিন দাম বাড়তে থাকায় টান পড়ছে মধ্যবিত্তের পকেটে। শুধু তাই নয়, অন্যান্য জিনিসেরও দাম ক্রমশ বাড়তে চলেছে। আমজনতার পক্ষ থেকে দাবি উঠেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যাতে পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক হ্রাস করে। আর আমজনতার নাভিশ্বাস আগামী দিনে ভোটবাক্সে পড়তে পারে বলে ধারণা করছে রাজনৈতিক মহল।