Thursday, December 12, 2024
বাড়িরাজ্যস্বদলীয় কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপি -র বুথ সভাপতির বাড়ি

স্বদলীয় কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপি -র বুথ সভাপতির বাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর :  নিজ দলের কর্মীদের দ্বারাই ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের ২৯ নং বুথে শাসকদলের গোষ্ঠী কোন্দল ক্রমশ বেড়ে চলেছে। বুথ সভাপতি কমল দেবনাথ বলেন, বুধবার রাতে তার বাড়িতে হঠাৎই এলোপাতাড়ি ভাবে ইট পাটকেল ছুটতে থাকে কিছু যুবকরা। পরবর্তীতে তিনি বের হলে তারা সেখান থেকে চলে যায়।

কিন্তু এর কিছুক্ষণ পর আবার একই ঘটনার সংগঠিত করে তারা। তিনি আরো জানান, এর আগেও গত দুর্গাপূজার পঞ্চমীর সময় তার বাড়ির সামনে রাখা এক আত্মীয়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এর ঠিক পর কালী পূজার সময় তার বাড়ির গেটে বড় পাথর নিক্ষেপ এবং ভাঙচুর চালানো হয়। পাশাপাশি গত ১৮ই জুলাই তাকে প্রাণনাশের হুমকি দেয় কতিপয় যুবকরা বলেও সাংবাদিকদের সামনে তিনি জানান। তিনি জানান এলাকাতে তিনি ভাল কাজ করার ফলেই স্বদলীয় কিছু যুবকরা তাকে সহ্য করতে পারছে না। যার ফলশ্রুতিতে এ ধরনের ঘটনা করছে। তিনি এই বিষয়টি সংবাদমাধ্যমের দ্বারা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন যদি স্বদলীয় বুথ সভাপতিই এই রকমভাবে আক্রান্ত হয়, তাহলেই জনগণ কতটুকু সুরক্ষিত নিজেই প্রশ্ন তোলেন তিনি। গোটা বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য