Thursday, December 12, 2024
বাড়িরাজ্যজমি থেকে জবরদস্তি উচ্ছেদ, প্রতিবাদে পথ অবরোধ

জমি থেকে জবরদস্তি উচ্ছেদ, প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর :  বিশালগড় মহকুমার গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকায় এক পরিবারকে উচ্ছেদ ঘিরে জাতীয় সড়ক অবরোধ করা হয়। অভিযোগ নারায়ন দাস, নিবাস দাস এবং সীমা দাস নামে তিনজন নাকি প্রশান্ত দেব সরকারের পরিবারকে জোর জবরদস্তি উচ্ছেদ করছে। পরে ঘটনার বিবরণে জানা যায়, ২০০৩ সালে অর্জুন দত্তের কাছ থেকে সীমা দাস এবং বিবাস দাস একটি জমি ক্রয় করে। কিন্তু মৃত হরিবল দেব সরকারের পরিবার সেই জমি দখল ছাড়তে নারাজ।

বৃহস্পতিবার তিনবারের মতো আদালতের রায় নিয়ে দুই ব্যক্তি জমি নিতে আসে আর তখনই হরিবল দেব সরকারের পরিবারের প্রশান্ত দেব সরকার তার স্ত্রী, কন্যা ও মা সহ অন্যান্যদের নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। প্রশান্ত দেব সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন ২০০৫ সালে কাগজ মূলে তারা জমিগুলি ক্রয় করেছিল। কিন্তু এখন তাদের কাছ থেকে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয় নিয়ে বিধায়কের কাছে গেলেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে পথ ছাড়াতে ব্যর্থ। এদিকে নিবাস দাস জানিয়েছেন বহুবার মামলা হেরে যাওয়ার পরেও জমি ছাড়তে নারাজ প্রসান্ত দেব সরকার। তাদের প্রশ্ন এভাবে হঠাৎ উচ্ছেদ করলে তারা যাবে কোথায় রাস্তার দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য