Thursday, December 12, 2024
বাড়িরাজ্যজম্পুই পাহাড় ঘুরে বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জম্পুই পাহাড় ঘুরে বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর :  উত্তর ত্রিপুরা জেলার জম্পুই পাহাড়ে অবস্থিত ব্যাটলিংশিপের পরিকাঠামো সরজমিনে ঘুরে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে ছিলেন পর্যটন দপ্তরের আধিকারিকরা। ব্যাটলিংশিপের পরিকাঠামো সরজমিনে ঘুরে দেখার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই পাহাড়ে অবস্থিত “ইডেন ট্যুরিস্ট লজ” যেখানে প্রতিনিয়ত পর্যটকরা আসে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের সুবিধার্থে এটি কিভাবে আরো আধুনিক ও উন্নত মানের তৈরী করা যায় সেই লক্ষ্যে আলোচনা করা হয়েছে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং কাঞ্চনপুর মহকুমা শাসকের সাথে।

 পাশাপাশি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।আরো বলেন, ব্যাটলিংশিপ থেকে মিজোরাম সহ বিভিন্ন জায়গা পরিষ্কার দেখা যায়। ব্যাটলিংশিপ একটা পর্যটন কেন্দ্র। ব্যাটলিংশিপকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যাটলিংশিপের উন্নয়নে আরও কি কি করা যায় সেই বিষয় গুলি খতিয়ে দেখেছেন। পরবর্তী সময় দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য