স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : বড়দের সম্মান এবং ছোটদের ভালবাসার আদর্শের ফাউন্ডেশন তৈরি করতে হবে প্রত্যেক ক্লাব কমিটিকে। তাহলে সঠিক দিশা এগিয়ে যাবে সমাজ। বৃহস্পতিবার রাজধানীর ভট্টপুকুর স্থিত শুকতারা সংঘের নতুন পাকা ভবনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী নয়া পাকা ভবনের ফলক উন্মোচন করে আরো বলেন, রাজ্যে এখন শান্তির পরিবেশ বিরাজ করছে। কিন্তু অনেকে শান্তি সহ্য করতে না পেরে অশান্তির চেষ্টা করছে। সাথে সাথে সরকার অশান্তি যাতে সৃষ্টি না হয় এর চেষ্টা করে।
তাই সকলকে সজাগ থাকতে হবে। যাতে কোন দুষ্ট চক্র অশান্তি সৃষ্টি করতে না পারে। এমনটাই আহ্বান করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ক্লাবের দ্বারস্থ হয়। তাই ক্লাবকে মিনি সরকারের সাথে তুলনা করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন নিরপেক্ষ ভাবে ক্লাব চালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোন ক্লাবের অনুষ্ঠানে অনুষ্ঠানে মহিলাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি জরুরী। মহিলারা ক্লাবের কর্মকাণ্ডে সামিল হলে ক্লাবের শ্রীবৃদ্ধি ঘটে। সকল অশান্তির সৃষ্টি করে মানুষ। তখনই মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়। মানুষ চায় শান্তিতে থাকতে। কিন্তু একাংশ মানুষ অশান্তি সৃষ্টি করে। ফলে মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়। এবং বিচার করতে হয়।
মানুষ ভুল সঠিক বিচার করে কাজ করলে আর কোন অশান্তি হয় না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন কোথাও সমস্যা হলে সেই সমস্যা যেন আর বৃদ্ধি না পায় তার জন্য সাথে সাথে উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার।সুখতারা সংঘের নতুন ভবনের উদ্বোধনের পর নব নির্মিত ভবনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক মিনারানি সরকার, কর্পোরেটর বাপী দাস, বিশিষ্ট সমাজসেবী অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইদিন এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।