Thursday, December 12, 2024
বাড়িজাতীয়এনআরসির জন্য আবেদন না করলে মিলবে না আধার কার্ড ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী...

এনআরসির জন্য আবেদন না করলে মিলবে না আধার কার্ড ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ ডিসেম্বরঃ এনআরসির জন্য আবেদন না করলে মিলবে না আধার কার্ড। বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির। পদ্মাপাড়ে অশান্তির জেরে অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে! এই অবস্থায় বুধবার বৈঠক করে হিমন্তের মন্ত্রিসভা। পরে এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে এনআরসির জন্য আবেদন না করলে মিলবে না আধার কার্ড।

অনুপ্রবেশ ইস্যুতে বারবার সরব হয়েছে বিজেপি। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটেও এই পথেই প্রচারে নেমেছিল গেরুয়া শিবির। অন্যদিকে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে অনুপ্রবেশ যে একটা বড় সমস্যা তা বলা বাহুল্য। এর মধ্যেই হাসিনার পতনের পর সংখ্যালঘু অত্যাচার বেড়েছে বাংলাদেশে। গত কয়েক সপ্তাহে অশান্তি বৃদ্ধিতে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের ঝুঁকি। এই আবহে বুধবার হিমন্ত বলেন, “ওপার বাংলা থেকে অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। বিগত ২ মাসে বহু অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে অসম ও ত্রিপুরার পুলিশ ও বিএসএফ। সেই কারণেই আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। আধার কার্ড ও এনআরসি নিয়ে কড়া অবস্থান নিচ্ছে অসম সরকার।” কী সেই কঠিন সিদ্ধান্ত?

অসমের মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তথ্য যাচাইয়ের পর ইউআইডিএআই (আধার নিয়ামক সংস্থা) সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য। স্থানীয় সার্কেল অফিসার প্রথমেই দেখবেন যে আধার কার্ডের আবেদনকারী বা তাঁর মা-বাবা এনআরসি-তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন কি না। যদি এনআরসি-র কোনও আবেদন পাওয়া না যায়, তবে আধার কার্ডের আবেদন বাতিল করে দেওয়া হবে। সোজা কথায়, এনআরসি-তে আবেদন না করলে মিলবে না আধার কার্ড।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য