স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে শুরু হল ১০০ দিনের ক্যাম্পেইন। সোমবার বিশালগড় নিউ টাউন হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ক্যাম্পেইন-এর সুচনা হয়। প্রদিপ প্রজ্জলন করে এইদিন ক্যাম্পেইনের সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারত সরকার টিবি মুক্ত ভারত অভিযানের জন্য সমগ্র দেশের ৩৪৭ টি জেলাকে বেছে নিয়েছেন। তার মধ্যে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলা, গোমতী জেলা, দক্ষিন জেলা, উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলা রয়েছে। রাজ্যের এই ৫ টি জেলায় ১০০ দিনের টিবি মুক্ত ভারত অভিযান চলবে।
২০২৫ সালের মধ্যে টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। টিবি মুক্ত ভারত অভিযানকে সফল করতে রাজ্য সরকারের সকল দপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের ৯৫ শতাংশের অধিক যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীকে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদান করা হচ্ছে ৬ মাস ধরে। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন যখন কোন ব্যক্তির দীর্ঘদিন ধরে কাশি থাকবে। এবং কাশির সাথে রক্ত বের হবে, তখনই সন্দেহ হওয়া উচিত। পাশাপাশি শরীরের ওজন হ্রাস পেলে সাথে সাথে টিবি পরীক্ষা করা উচিত। কাশির মাধ্যমে টিবি রোগ ছড়াতে পারে। তাই কেউ টিবি রোগে আক্রান্ত হলে তার থেকে যেন অন্য কেউ টিবি রোগে আক্রান্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে টিবি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তাই টিবি রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সুস্বাস্থ্যকর হতে হবে। তার জন্য পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন এইডস আক্রান্ত রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই এইডস আক্রান্ত রোগীরা টিবি রোগে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত চঝিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিধায়িকা অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক সিদ্ধার্থ শিব জায়সওয়াল, জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস সহ অন্যান্যরা।