Monday, January 6, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ কর্মীদের ঝুঁকি এড়াতে সতর্ক থেকে কাজ করতে হবে : বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ কর্মীদের ঝুঁকি এড়াতে সতর্ক থেকে কাজ করতে হবে : বিদ্যুৎ মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ও পাওয়ার গ্রীডের সহায়তায় ৯ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর দুদিন ব্যাপী সকল স্তরের ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের সেফটি ম্যানুয়াল ও সুরক্ষা বিষয়ক তথ্য চিত্র উন্মোচন করা হবে। একই অনুষ্ঠানে বিদ্যুৎ কর্মীদের মধ্যে যন্ত্রাংশ সামগ্রী ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

তিনি বক্তব্য রেখে বলেন, রাজ্যে এখন কোন লোডশেডিং হয় না। বিদ্যুৎ নিগমের কর্মীরা অত্যন্ত ভালো পরিষেবা দিয়ে চলেছে। গত আগস্ট মাসে বন্যার সময় বিদ্যুৎ কর্মীরা যেভাবে কাজ করেছে সেটা অভাবনীয়। কিন্তু কোন কাজের ক্ষেত্রে তাদের তাড়াহুড়া করলে চলবে না। কারণ এতে জীবন ঝুঁকিতে পড়তে পারে। জীবন যাতে ঝুঁকিতে না পড়ে তার জন্য সতর্কভাবে এবং সুস্থ থেকে কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। একটা ভুল জীবনহানি হতে পারে বলে জানান মন্ত্রী। তিনি আরো জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্তরা অবশ্যই নিরাপত্তা এবং সুরক্ষার সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে। হাতের গ্লাভস, হেলমেট, কোমরবন্ধ বেল্ট, ডিসচার্জ রড, সেফটি জুতোসহ খুঁটিনাটি সমস্ত সুরক্ষা সরঞ্জাম আগে থেকেই ত্রুটিমুক্ত আছে কিনা দায়িত্বের সঙ্গে যাচাই করে ব্যবহার করতে হবে। সেগুলিতে ত্রুটি থাকলে অবশ্যই কর্তৃপক্ষের গোচরে আনতে হবে। আগামী দিন যাতে বিদ্যুৎ নিগমের কর্মীদের ঝুঁকি নিয়ে কাজ করতে না হয় তার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিন ক্রয় করা হচ্ছে। যেগুলোর মাধ্যমে বিদ্যুৎ কর্মীরা কাজ করবে। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টি পি টি এল -এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন।

]

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য