স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : স্পা সেন্টারের মালিককে নিয়ে জড়তা কাটছে না রাজনগর সামাজিক সংস্থার। রীতিমতো অভিযুক্ত হলেও আবারো থানায় গিয়ে হুলুস্থূল কান্ড করল রাজনগর সামাজিক সংস্থা নামে এক সংস্থার সদস্যরা। অভিযুক্ত মহিলার নাম জেসমিন আক্তার। তার বিরুদ্ধে অভিযোগ, এলাকায় তিনি বিভিন্ন বেআইনি কার্যকলাপ করে চলেছে। কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না। গত দুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ ছিল শিলচরের একটি গৃহবধূকে অপহরণ করে দীর্ঘ সাত মাস ধরে আটক করে রেখেছে। কিন্তু পুলিশ তাকে জালে তুলছে না। এই অভিযোগের ধোঁয়াশা কাটেনা কাটতে আবারো অভিযোগ, রাজনগর সামাজিক সংস্থার সভাপতি মৃণাল কান্তি ভৌমিককে জেসমিন আক্তার ফোন করে হুমকি দিয়েছে বিভিন্ন বেআইনি কার্যকলাপের সাথে জড়িত বলে ফাঁসিয়ে দেওয়া হবে। শুধু তাই নয় মৃনাল কান্তি ভৌমিক প্রতারণা করেছে বলে অভিযোগ তুলে আত্মহত্যাও করবে বলে হুমকি দেন জেসমিন আক্তার। তারপর ৪৮ ঘণ্টা পর সরব হল রাজনগরবাসী।
রবিবার পশ্চিম মহিলা থানায় এসে জেসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের দাবি অবিলম্বে অভিযুক্ত মহিলা জেসমিনকে গ্রেফতার করতে হবে। নাহলে তারা আগামী দিন রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হতে বাধ্য হবে। তবে পরিস্থিতি অনেকটাই জল গড়িয়ে গেল পুলিশের পক্ষ থেকে কোনরকম টু শব্দ নেই। জানা যায় গত এক ডিসেম্বর এলাকায় একটি সালিশি সভার পর জেসমিন এবং তিনজনকে পুলিশের হাতে তুলে দিয়েছিল রাজনগর সামাজিক সংস্থা। কিন্তু কিছুক্ষণ পরেই জেসমিনকে পুলিশ ছেড়ে দিয়েছে। এর পেছনে মূলত রহস্য কি সেটা বুঝে উঠতে পারছে না অনেকেই। এতে বলা বাহুল্য পুলিশের প্রমাণপত্রের অভাব নাকি রাজনগর সামাজিক সংস্থার অভিযোগ মিথ্যে? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।