স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : সোমবার রাজধানীর নন্দন নগর স্থিত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশন অফিস ও গোডাউন সরজমিনে পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালের সাথে ছিলেন খাদ্য দপ্তর অধিকর্তা সহ এফ.সি.আই-এর আধিকারিকরা। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশন অফিস ও গোডাউন সরজমিনে পরিদর্শন করার পর রাজ্যপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এফ.সি.আই-র মধ্যে অনেক গুলি পরিবর্তন করা হয়েছে।
খাদ্য সামগ্রী যেন নষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। নন্দননগরস্থিত খাদ্য দপ্তরের গোডাউনে যে সকল মেশিন রয়েছে, সেই গুলি অনেক পুরানো। সেই মেশিন গুলি পরিবর্তন করার জন্য বলেছেন। নন্দননগরস্থিত খাদ্য দপ্তরের গোডাউনে ৯০ দিনের খাদ্য সামগ্রী মজুত রাখার ব্যবস্থা রয়েছে। তাই মজুত ক্ষমতা আরও বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন তিনি। এই বিষয় নিয়ে তিনি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সাথেও কথা বলবেন বলে জানান।