স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : পায়ে হেঁটে দুই কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে এক প্রসূতি মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে কর্তব্য নিষ্ঠা ও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঊনকোটি জেলার জামতৈলবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত স্বাস্থ্য কর্মীরা। এই গর্ভবতী মহিলার বাড়ি সমরুছড়া এলাকায়। এই এলাকাটি ভৌগোলিক কারণে দুর্গম হওয়াতে সেখানে অ্যাম্বুলেন্স বা অন্য কোন গাড়ি যেতে পারেনি।
পরিস্থিতি বিবেচনা করে, বাঁশ ও কাপড় দিয়ে দোলনা তৈরী করে এই প্রসূতি মাকে প্রায় দুই কিলোমিটার দুর্গম রাস্তায় কাঁধে বয়ে নিয়ে আসেন স্বাস্থ্যকর্মীরা। এবং হাসপাতালে পৌঁছে দেন। হাসপাতালে একটি ফুটফুটে কন্যা শিশুর স্বাভাবিক প্রসব হয়।বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ্য আছে। এই মহতী কাজে যুক্ত স্বাস্থ্য কর্মীরা ছিলেন এমপিডব্লিউ লিয়েন লালবুল হালাম, ফির্থিনীর হালাম, আশা ফ্যাসিলিটেটর অনুপা মালাকার ও আশাকর্মী হেমলতা দেববর্মা প্রমুখ। তাঁদের সার্বিক সহযোগিতা করেছেন জেলা প্রোগ্রাম ম্যানেজার অলকেশ নন্দী এবং জামতৈল বাড়ি আয়ুম্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার দেবশ্রী দেব। স্বাস্থ্যকর্মীদের এই সেবাব্রতী মনোভাবকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কুর্নিশ জানিয়েছেন।