স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : রাজ্যের উত্তর জেলার কদমতলা এলাকায় দুটি সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় কদমতলা বাজারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল। মৃত ব্যক্তির স্ত্রী স্বপ্না বেগমের অভিযোগ এখন পর্যন্ত সরকারি সহযোগিতা মিলেনি। কিন্তু তার স্বামীর মৃত্যুর পর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নাকি বলেছিলেন যে ৪ লক্ষ টাকা এবং স্বপ্না বেগমকে একটি সরকারি চাকরি দেওয়া হবে। কিন্তু সরকারি এই প্রতিশ্রুতি এখন পালন করা হচ্ছে না। উল্টে সরকারের তরফে বলা হচ্ছে যে দুষ্কৃতীদের গুলিতে স্বপ্না বেগুনের স্বামীর মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে ন্যায় বিচারের দাবিতে এদিন স্বপ্না বেগম এবং তার পরিবারের সদস্যরা রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করে। এই পরিবারের সঙ্গে সিপিআইএমএল দলের ত্রিপুরা রাজ্য কমিটির তরফেও ডেপুটেশন প্রদান করা হয় ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে। উল্লেখ্য, দুর্গাপূজার চাঁদা ঘিরে গত অক্টোবর মাসে সাম্প্রদায়িক হিংসার ঘটনা সংঘটিত হয়েছিল কদমতলায়। রাতের বেলা এই হিংসার বলি হয়েছিলেন স্বপ্না বেগমের স্বামী। এখন পর্যন্ত তার কোন সরকারি সহযোগিতা ভাগ্যে জোটেনি বলে অভিযোগ।