স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে সিপাহীজলা সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় লিঙ্গ ভিত্তিক সহিষ্ণুতা নির্মূল করার জন্য সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। প্রদীপ প্রজ্জলন করে কর্মসূচির সূচনা করেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলা এডুকেশন স্ট্যান্ডিং কমিটির
সভাপতি সীমা ভৌমিক, চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক দেবনাথ, সিপাহীজলা জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক উত্তম কুমার দাস সহ অন্যান্যরা। কর্মসূচিতে বিশালগড় থানার পুলিশ, বিশ্রামগঞ্জ থানা পুলিশ, জনপ্রতিনিধি, অঙ্গনওয়াড়ী কর্মী, আশা কর্মী, সমাজ কল্যাণ দপ্তরের সুপারভাইজার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন শিশুদের অধিকার যেন কোন ভাবে খর্ব না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য রাজ্য সরকার সর্বদা বলে থাকে। শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে জানান তিনি।