স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : রাজ্যের বিভিন্ন বিদ্যালয় শিক্ষক সংকটের অভিযোগ তুলে নিত্যদিন রাস্তায় নামা ট্রেডিশন হয়ে গেছে টেট উত্তীর্ণদের। শুধু তাই নয়, পরীক্ষায় বসে উত্তীর্ণ হওয়া সকলেই চাকরির দাবি করে সরকারের কালঘাম বের করছে তারা। গত পাঁচ, ছয় বছর ধরে রাজ্যের মানুষ এগুলি দেখে অভ্যস্ত। শনিবার রাজধানীর সিটি সেন্টার প্রাঙ্গনে জমায়েত হয় ২০২২ সালের এস টি জি টি উত্তীর্ণ চাকরির প্রত্যাশিরা। তাদের মনগড়া দাবি সকলকে একসাথে অবিলম্বে নিয়োগ করতে হবে।
বিদ্যালয় গুলিতে শিক্ষক সংকট রয়েছে। এবং তাদের মধ্যে উত্তীর্ণ হওয়া বহু চাকরির প্রত্যাশা দিন দিন চাকরির বয়সসীমা অতিক্রান্ত করে ফেলেছে। কিন্তু সরকারের কোন হেলদোল নেই। বিভিন্ন সময় সরকারের উদ্দেশ্যে দাবি জানানোর পরেও সরকার তাদের নিয়োগ করছে না বলেও অভিযোগ তোলেন। পাশাপাশি তারা দাবি করেন ২০২২ সালে টেট উত্তীর্ণ হওয়ার পর চাকরি প্রদানের সংরক্ষণ নিয়ে একটি মামলা হয়েছিল। এ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। এর সাথে নাকি নিয়োগের কোন সংযোগ নেই। সরকার চাইলে তাদের নিয়োগ করতে পারে বলে এদিন দাবি তোলে অতি সত্বর নিয়োগের দাবি জানান।