স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙ্খল সহ অন্যান্যরা।
এইদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ বলেন জনজাতিরা যখন দেখতে পাবে ১২৫ তম সংবিধান সংশোধনের মাধ্যমে তারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, তখন ভাবাবেগকে কাজে লাগিয়ে যে সকল অহেতুক দাবি গুলি উত্থাপন করা হয়েছে, সেই গুলির কোন গুরুত্ব থাকবে না। তাই সংবিধান সংশোধনের বিলকে বছরের পর বছর ফেলে রাখা হয়েছে।
বিজেপি সরকার জনকল্যাণ মুখী একটি প্রকল্পও চালু করে নি বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি আরো দাবি করেন রাজ্যে কংগ্রেস জনজাতিদের কাজ, খাদ্য, বাসস্থান, শিক্ষা ও বন অধিকার আইন দিয়েছে। বর্তমান সরকারকে আরো কামান দেগে বলেন, সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে মানুষকে বহু প্রতিশ্রুতি দিয়েছিল এ সরকার। এখন যখন সে সব প্রতিশ্রুতি পালন হয়নি তখন মানুষ বুঝতে পারছে সেগুলি সব মিথ্যা ছিল। অবাস্তব স্বপ্ন দেখে ভোটের দরকারে সেসব প্রতিশ্রুতি সামনে এনেছিল তারা। কংগ্রেস দাবি করে প্রতিশ্রুতি যদি পূরণ করতে না পারে তাহলে মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভোটের কোন প্রয়োজন নেই।