স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইনফ্রাস্ট্রাকচারের দিকে। ইনফ্রাস্ট্রাকচার উন্নত হলে রাজ্যের সার্বিক উন্নয়ন হবে। শনিবার আগরতলা সুকান্ত একাডেমিতে বিল্ডিং কংগ্রেস এবং ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, নগরোন্নয়ন দপ্তর ও আগরতলা পৌর নিগমের সম্মিলিত উদ্যোগে আয়োজিত “ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামো : চ্যালেঞ্জ এবং সামনের পথ” শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা এ কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বলেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের দ্বারাই ইনফ্রাস্ট্রাকচার উন্নত হয়। রাজ্যের ইঞ্জিনিয়াররা ইনফ্রাস্ট্রাকচারের জন্য বড় ভূমিকাও পালন করছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে তারা সঠিকভাবে বাস্তবায়ন করছে। আগে রাজ্যে শুধুমাত্র একটি জাতীয় সড়ক ছিল। যা ৪৪ নং জাতীয় সড়ক। বর্তমান সরকার ছয়টি জাতীয় সড়কের জন্য ঘোষণা করেছে। এর জন্য অর্থ রাশি বরাদ্দ হচ্ছে। ফলে রাজ্যে সার্বিক উন্নয়নের অন্যতম পরিকাঠামো হয়ে উঠবে ছয়টি জাতীয় সড়ক। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।