স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : রানীরবাজার কৈতরাবাড়িতে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা প্রদান করার দাবিতে শুক্রবার সরব হল ত্রিপুরা অধিকার সংগ্রাম পরিষদ। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে গিয়ে জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে সংগঠনের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। উপস্থিত সংগঠনের নেতৃত্ব কে দেবেন্দ্র সিংহ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চার দফা দাবি সম্পর্কে জানান, রানীরবাজার কৈতরাবাড়িতে দুষ্কৃতকারীদের নৃশংস হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার প্রায় চার মাস অতিক্রান্ত হতে চলেছে।
এখনো কৈতরাবাড়ির ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অস্থায়ী শিবিরে কচিকাঁচা শিশুদের নিয়ে দিন কাটাচ্ছে। ইতিমধ্যে সর্বস্বান্ত পরিবারগুলোকে প্রশাসন ‘থেকে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ক্ষতিগ্রস্থ ২০-২২ পরিবার চরম সঙ্কটে পড়েছে। গত ২৫ আগষ্ট ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছিল। সম্প্রতি পুলিশের অস্থায়ী ক্যাম্পও তুলে নেওয়া হয়েছে। ফলে একদিকে চরম অভাব অনটন, অপরদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে সংশ্লিষ্ট পরিবারগুলো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ দাবী করছে, অবিলম্বে রানীরবাজার কৈতরাবাড়িতে সাম্প্রদায়িকতার আগুনে ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারগুলোকে সরকার থেকে ঘর বাড়ি পুনরায় নির্মান করে দেওয়া হোক। একই সাথে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো যাতে পুনরায় ঘুরে দাড়াতে পারে তার জন্য প্রতি পরিবারকে ন্যূনতম ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হোক। কারণ, নাগরিকের জীবন ও সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এক্ষেত্রে পুরো ঘটনা সংঘটিত হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সামনে। স্বাভাবিক ভাবেই প্রশাসন এখন তার দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাই ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আশা করছে অতি দ্রুত প্রশাসন উপরে উল্লেখিত দাবিগুলো পূরন করে কৈতরাবাড়ির ক্ষতিগ্রস্থ নাগরিকদের পাশে দাঁড়াবে।