স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : শুক্রবার উমাকান্ত একাডেমিতে বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, জেলা সভাধিপতি সহ অন্যান্যরা।
দুদিন ব্যাপী জেলাস্তরের এই প্রদর্শনীতে ছাত্ররা নিজ নিজ মডেল তুলে ধরেছেন। মেয়র দীপক মজুমদার এই প্রদর্শনীর প্রশংসা করেন। তিনি বলেন ছাত্র-ছাত্রীদের আগামী দিন সমৃদ্ধ করে তুলতে হবে। বিশেষ করে আজকে যারা প্রদর্শনীতে অংশ নিয়েছে তাদের বিজ্ঞানমনস্ক তৈরি করতে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে তারা এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।