Saturday, January 18, 2025
বাড়িরাজ্যবাংলাদেশের হাইকমিশনারের কাছে জবাব চাইলো ত্রিপুরা গাউছিয়া সমিতি

বাংলাদেশের হাইকমিশনারের কাছে জবাব চাইলো ত্রিপুরা গাউছিয়া সমিতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : এবার ত্রিপুরা থেকে সংখ্যালঘুরা জবাব চাইলো বাংলাদেশ হাই কমিশনারের কাছে। একটি স্মারক লিপি তুলে দিয়ে এই দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সকালে ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অফিসে গিয়ে এডিএম মেগা জৈনের কাছে স্মারকলিপি তুলে দেন একটি প্রতিনিধি দল। ডেপুটেশনের পর প্রতিনিধি দলে উপস্থিত ত্রিপুরা গাউছিয়া সমিতির সভাপতি জানান, বাংলাদেশ সহকারি হাইকমিশনারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশে গত কয়েক মাস ধরে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন হচ্ছে। তাদের বাড়িঘরে এবং সম্পত্তি নষ্ট করছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কিছু ঘটনা অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়। অপরদিকে বাংলাদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে ভারতীয় জাতীয় পতাকা পদদলিত করা একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় হিসেবে দেশের জাতীয় পতাকা এভাবে অবমাননা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কোনভাবেই এ ধরনের নিন্দনীয় কার্যকলাপ কোন একটি দেশে হবে বলে মেনে নেওয়া যায় না। তাই ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে এই ঘটনাগুলির প্রতিকার চাওয়া হচ্ছে। অবিলম্বে বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করা, ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তির রক্ষা করা, ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনার ভিডিও -র ষ্পষ্টিকরণ দাবি করা হচ্ছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য