স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সারস মেলা। হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই সারস মেলা। সারস মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
সারস মেলাকে সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এইদিন বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিধায়িকা মিনারানি সরকার জানান ১৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সারস মেলা। এই সারস মেলাকে সামনে রেখে এইদিন প্রস্তুতি বৈঠক করা হয়েছে। এদিকে মেলার দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন, এদিনের বৈঠকে মূলত আলোচনা হয়েছে যারা মেলায় স্টল দেবে তাদের জন্য কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এবং মেলা প্রাঙ্গণ পর্যন্ত গাড়ির যাতায়াতের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।