স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : জিবি হাসপাতালে বর্তমানে নিউরোলজি বিভাগে বিভিন্ন জটিল চিকিৎসা ও জটিল অস্ত্র প্রচার সম্ভব হচ্ছে। বৃহস্পতিবার জিবি হাসপাতালের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন নিউরোলজি বিভাগের নিউরোসার্জন ডাঃ সিধার্থ রেড্ডি। নিউরোলজি বিভাগের চিকিৎসক আবীর লাল নাথ জানান, বর্তমানে হাসপাতালে ৪০০ এনজিওগ্রাফি হয়েছে।
যারা বারবার হৃদরোগে আক্রান্ত হয় তাদের এনজিওগ্রাফি করা হয়। অপরদিকে গত এক বছরে ২৬ থেকে ২৮ টি কোহেলিং করা হয়েছে। রোগীরা সমস্ত সুবিধা আয়ুষ্মান কাদের মাধ্যমে পেয়েছে। এমনটাই জানিয়েছেন তিনি। অপরদিকে হাসপাতালে মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ শংকর চক্রবর্তী বলেন, হাসপাতালে রোগীর তুলনায় আই সি ইউ -তে শয্যার অভাব রয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে কিছুটা সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। আগামী দিনে কিভাবে শয্যার সমস্যা সমাধান করা যায় সে বিষয় নিয়ে চিন্তা ভাবনা চলছে। উল্লেখ্য, শয্যার অভাবে জিবি হাসপাতালে বিভিন্ন সময় রোগী মৃত্যুর অভিযোগ উঠে। শুধু তাই নয় বহু সংকটাপন্ন রোগীকে আইসিও -তে রেফার করা যায় না।