স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : পুষ্পবন্ত মহল ইস্যুতে এইবার রাজ্যপালের দ্বারস্থ হল টি এস এফ। এইদিন টিএসএফ-এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টিএসএফ-এর সাধারন সম্পাদক হামুলু জমাতিয়া। হামুলু জমাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্য সরকার পুস্পবন্ত মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দিতে যাচ্ছে। টিএসএফ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। পুস্পবন্ত মহলের পরিবর্তে অন্য জায়গায় হোটেল নির্মাণ করা হোক।
তাতে কোন আপত্তি নেই টিএসএফ-এর। রাজ্যপাল এইদিন আশ্বাস দিয়েছেন তাদের দাবির বিষয় নিয়ে তিনি রাজ্য সরকারের সাথে কথা বলবেন।