স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : ফের চোরের দল থাবা বসাল সমেদ আলী অঙ্গনওয়াড়ী কেন্দ্রে। এক মাসের মধ্যে এই নিয়ে দুই বার চোরের দল চুরির ঘটনা সংগঠিত করেছে। মোহনভোগ আর.ডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে অবস্থিত সমেদ আলী অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি।
বুধবার অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমণি অঙ্গনওয়ারী কেন্দ্রে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমণি জানান এইদিন তিনি অঙ্গনওয়ারী কেন্দ্রে গিয়ে দেখতে পান অঙ্গনওয়ারী কেন্দ্রের একটি দরজা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে দেখতে পান চোরেরা রান্নার গ্যাসের চুল্লি, সিলিন্ডার ও এক বস্তা চাল নিয়ে গেছে। তিনি আরও জানান কিছুদিন পূর্বেও একবার অঙ্গনওয়ারী কেন্দ্রে চুরির ঘটনা সংগঠিত করেছে চোরেরা। সেই ঘটনার কিনারা করতে পারে নি পুলিশ। এরই মধ্যে ফের অঙ্গনওয়ারী কেন্দ্রে চুরির ঘটনা সংগঠিত করেছে চোরেরা।